পাবজি মোবাইল এবং কোড মোবাইল এর ব্যাটেল রয়াল মোডে ৩টা বড়ো পার্থক্য
byTitansCreed —0
মোবাইল প্ল্যাটফর্মে পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি মোবাইল দুইটাই জনপ্রিয় ব্যাটেল রয়াল গেম।
আজ আমরা দেখব এই দুটি অস্থির গেমের ব্যাটেল রয়াল মোডে ৩টি প্রধান পার্থক্য।
পাবজি মোবাইল এবং কোড মোবাইল দুইটাই মোবাইল জগতে সর্বাধিক জনপ্রিয় এবং সেরা গেমগুলোর একটি। দুইটি গেমই গুগল প্লে স্টোরে ১০০ মিলিয়ন এর অধিক ডাউনলোড এর মাইলফলক পার করেছে।
পাবজি মোবাইল মূলত জনপ্রিয় এর ব্যাটেল রয়াল মোড এর জন্য যেখানে ১০০ জন এক আইল্যান্ডে নেমে লাস্ট ম্যান স্ট্যান্ডিং অবদি যুদ্ধ করে।
অপরদিকে, কোড মোবাইল এর মধ্যে ব্যাটেল রয়াল থাকলেও এটি ভিন্ন ভিন্ন মাল্টিপ্লেয়ার গেম মোড এর জন্য সবার কাছে ফেমাস হয়েছে।
আজকের আর্টিকেলে আলোচনা করা হবে উভয় গেম দুটির ব্যাটেল রয়াল মোডের মাঝে কিছু লক্ষণীয় পার্থক্য নিয়ে।
পাবজি মোবাইল এবং কোড মোবাইলের ব্যাটেল রয়াল মোডে ৩টা উল্লেখ্য পার্থক্য
#১ ম্যাপ
প্রথম যে আবশ্যিক পরিবর্তন লক্ষ্য করা যাবে দুই গেমটিতে সেটা হলো এদের ম্যাপে। এবং এই ক্ষেত্রে পাবজি মোবাইল কোড মোবাইল থেকে বেশ এগিয়ে আছে।
কেননা কোড মোবাইলে ব্যাটেল রয়াল মোডে কেবল একটা ম্যাপ আছে উল্টোদিকে নতুন লিভিক ম্যাপের সংযোজনের সাথে পাবজিতে এখন সর্বমোট ৫টা ম্যাপ এভেইলেবল। যথা: লিভিক, এরাঙেল, মিরামার, সানহোক এবং ভিকেন্ডী।
সুতরাং পাবজি মোবাইল যারা খেলেন তারা কোড মোবাইল থেকে ৪ টা ম্যাপ বেশি পান। তবে যেহেতু কোড মোবাইল যথেষ্ট নতুন গেম তাই অ্যাক্টভিশন খুব শীঘ্রই কোড মোবাইলে নতুন ম্যাপ আনবে।
#২ ক্লাস
কল অফ ডিউটি মোবাইল গেমটিতে ব্যাটেল রয়াল মোডে ক্লাসেস সিলেক্ট করার সুযোগ আছে। গেমটির এই বৈশিষ্ট্য অন্যান্য ব্যাটেল রয়াল গেম থেকে এই গেমকে আলাদা করে।
সাধারণ ভাষায় বললে ক্লাসেস গুলো অনেক টা পার্ক বা এবিলিটি এর মতো। গেমটিতে অনেক ভিন্ন ধরনের ক্লাস আছে যেগুলো প্লেয়াররা চুজ করতে পারে এবং সেগুলোর প্রত্যেকটির আলাদা ব্যাবহার আছে।
প্রত্যেকটি ক্লাসের মধ্যে আলাদা ইকুইপমেন্ট আছে। যেমন: মেডিক ক্লাস সিলেক্ট করার পর একটা মেডিক্যাল স্টেশন থাকবে যেটা হিলিং করার টাইম কমিয়ে দিবে।
যদিও পাবজি মোবাইলে প্লেয়াররা পরবর্তীতে অনেক ক্যারাক্টার আনলক করতে পারবেন যেগুলোর নিজস্ব এবিলিটি আছে কিন্তু সেটা টাকা খরচ করে কিনতে হবে।
অন্যদিকে কোড মোবাইলে যেকেউ ক্লাসেস ব্যাবহার করতে পারবে একবার সেগুলো আনলক করার পর।
#৩ গানস
উভয় গেমে অনেক ধরনের বন্দুক আছে এবং প্লেয়াররা নিজেদের ইচ্ছেমত বন্দুক গুলো কাস্টোমাইজ করতে পারবেন। তবে কল অফ ডিউটি মোবাইলের অস্ত্রসম্ভারে ডিএমআর বা ডেসিগনেটেড মার্কস ম্যান রাইফেলস এর কোনো ক্যাটাগরি নেই। কিন্তু গেমটিতে অটো মেটিক স্নাইপারস রয়েছে।
সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে পাবজি মোবাইলে বন্দুকের সংখ্যা কোড মোবাইলের থেকে বেশি। দুইটা গেমের মধ্যেই ওয়েপেন গুলো অনেক আলাদা কিছু ব্যতিক্রম বাদে এবং এদের তুলনা করা যাবে না।
পাবজি মোবাইল এবং কোড মোবাইলের মাঝে পার্থক্য নিয়ে মন্তব্য
সার্বিকভাবে বিবেচনা করলে, ব্যাটেল রয়াল মোডে পাবজি মোবাইলে কিছু বিশেষে দিক আছে যেগুলো একে কোড মোবাইল থেকে হলাকা বেটার বানায়।
তবে কল অফ ডিউটি মোবাইলের ব্যাটেল রয়াল মোডের পাশাপশি অন্যান্য গেম মোড যেমন: জাগারনট বা সালুন প্লেয়ার অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!