ওয়েল, আজ রিয়ালমি কনফার্ম করে দিয়েছে জুলাই এর ২৮ তারিখ তারা ইন্দোনেশিয়ায় বের করতে চলেছে রিয়ালমি সি১৫ যেটাতে থাকবে ৬০০০ মিলি এম্প আওয়ার এর ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
এই চাইনিজ জায়েন্ট ফোনটির লঞ্চ হওয়ার ডেট তাদের নিজস্ব ফেসবুক পেজ এর মধ্যে বলে দেয়। কিন্তু যেমনটা নিচের ছবিটি দেখে বুঝতে পারছেন এখানে শুধু ফোনটির ব্যাটারি সাইজ ও ফাস্ট চার্জিং এর কথা বলা হয়েছে।
আপকামিং এই ফোনটির জন্য রিয়ালমি এক মাইক্রো সাইট তৈরি করেছে যেখানে ফোনটির ডিজাইনের এক ঝলক দেখানো হয়েছে।
ফোনটির ডিজাইন অনেকটা রিয়ালমি সি১১ এর মতো হবে। এবং ফোনটির সামনে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে প্যানেল ও পিছনে সেম স্কয়ার ক্যামেরা কাট আউট। আশা করা যায় ডিসপ্লের রেজুলেশন এইচডি প্লাস রাখবে রিয়ালমি।
তাছাড়া ফোনটির পিছনে মেইন রিয়ার ক্যাম, ম্যাক্রো লেন্স ও ডেপথ সেন্সর এর সাথে একটা অতিরিক্ত আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স থাকবে।
এখন অবদি ফোনটির স্পেক্স এবং ফিচারস নিয়ে অধিক তথ্য পাওয়া সম্ভব হয়নি। কিন্তু আমি নিশ্চিত ফোনটিতে কোনো মিডিয়াটেক সিপিইউ ব্যাবহার করা হবে কেননা অধিকাংশ রিয়ালমি বাজেট ফোনগুলো মিডিয়াটেক জি সিরিজ এর চিপসেট গুলো ইউজ করে।
এর মানে কি এই সামনের সপ্তাহে মিডিয়াটেক নতুন কোনো বাজেট জি সিরিজ চিপসেট বের করবে ? হয়তোবা হিলিও জি৬০ এর মতো কিছু ?
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!