আপনাকে যদি বলি আপনার ফেভারিট গেম কোনটা, আমি নিশ্চিত যে বেশিরভাগ বলবেন পাবজি মোবাইল। অবশ্যই সেটা অ্যান্ড্রয়েড বা আইওএস প্ল্যাটফর্ম এর ক্ষেত্রে। উইন্ডোজ এর জন্য পাবজি পিসি নামে একটা আলাদা গেম আছে।
পাবজি হলো সবচেয়ে জনপ্রিয় অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটেল অ্যারিনা। পাবজি এর সম্পূর্ণ রূপ হলো প্লেয়ার আন-ননস ব্যাটেল গ্রাউন্ড। অর্থাৎ একজন পরিচয়হীন মানুষের যুদ্ধক্ষেত্র।
অথবা বলা যায়, অজানা প্লেয়ার এর ব্যাটেল রয়াল মোড এর যুদ্ধ। প্লেয়াররা যুদ্ধ করতে পারেন সোলো মোডে বা একা, ডুও বা দুইজন মিলে এবং স্কোয়াড বা ৩-৪ জন মিলে। আর গেমটি সেই জিতবে যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে।
আমার মনে হয় না যে আপনাদের মধ্যে কেউ পাবজি সমন্ধে জানেন না। আজকে আমরা দেখবো কিভাবে উইন্ডোজ প্ল্যাটফর্ম এর মধ্যে পাবজি খেলা সম্ভব। বড়ো স্ক্রিনে পাবজি খেলে বন্ধুদের সাথে উপভোগ করুন।
১. গেমলুপে পাবজি মোবাইল
সত্যি বলতে উইন্ডোজ পিসিতে পাবজি খেলা অনেক সহজ ও অতি সাধারণ বিষয়। দরকার কেবল মাত্র একটি ভালো এমুলেটর যেখানে গেমটি স্মুথলি চালানো যাবে।
ওয়েল, গেমলুপ হলো পাবজি মোবাইল পিসিতে খেলার জন্য একটা সেরা এমুলেটর যেটা তৈরি করেছে অফিসিয়াল পাবজি টিম এবং এটি পাবজি মোবাইল খেলার জন্যই মূলত বানানো।
টেনসেন্ট গেমিং বাডি এমুলেটরটি সহজেই পাবজি মোবাইল হ্যান্ডেল করতে পারবে এবং এটি লো-এন্ড উইন্ডোজ মেশিন এও ভালো কাজ করে।
যেমনটা আগে বলেছি যে পাবজি পিসি নামে একটা অফিসিয়াল গেম উইন্ডোজ এর জন্য থেকে থাকলেও এমুলেটর ব্যাবহার করে পাবজি মোবাইল খেলাই ভালো বেশিরভাগ ক্ষেত্রে।
কারণ পাবজি পিসি এর মোবাইল ভার্সন এর মতো ফ্রিতে ডাউনলোড করা যাবে না। আবার এটা রান করতে দরকার মোটামুটি একটা শক্তিশালী পিসি।
মনে রাখবেন এমুলেটর এর মধ্যে পাবজি খেললে কেবল তাদের সাথেই আপনার ম্যাচ মেকিং হবে যারা আপনার মতো এমুলেটর ইউজ করছে। আবার আপনার সিস্টেম এর পাওয়ার অনুযায়ী রেজুলেশন ৭২০পি (এইচডি), ১০৮০পি (এফএইচডি) বা 2K হতে পারে।
মিনিমাম সিস্টেম রিকুয়্যারমেন্টস পাবজি মোবাইল এর জন্য
নিম্নে উইন্ডোজ পিসিতে গেমলুপ এমুলেটর ইউজ করে পাবজি মোবাইল ডাউনলোড করে ইনস্টল করার সম্পূর্ণ ধাপ বর্ণনা করা হলো:
ধাপ ১. প্রথমে গেমলুপ গেমিং বাডি টেনসেন্ট ওয়েবসাইট ওপেন করুন।
ধাপ ২. সেখান থেকে আপনার পিসিতে EXE ফাইল ডাউনলোড করে ইনস্টল করুন।
ধাপ ৩. এরপর গেমলুপ এমুলেটর ওপেন করুন এটি অটোমাটিক্যালি পাবজি খেলার প্রয়োজনীয় রিসোর্স ডাউনলোড করবে।
ধাপ ৪. পাবজি মোবাইল গেমটি ওপেন করুন এবং কীবোর্ড ও মাউস ক্লিক ব্যাবহার করে গেম কন্ট্রোল করুন।
ধাপ ৫. টেনসেন্ট গেমিং বাডি এমুলেটরটিতে পাবজি মোবাইলের সকল আপডেটও পাওয়া যাবে তাই পাবজি খেলার জন্য এটা বেস্ট হবে
যদি আপনি মোবাইলে পাবজি খেলেন আর সেখানে যে প্রগ্রেস করেছেন সেটা পিসিতে ক্যারি-অন করতে চান তাহলে মোবাইল ও পিসি উভয় প্ল্যাটফর্ম এর মধ্যে একই ফেসবুক বা টুইটার একাউন্ট দিয়ে লগ-ইন করুন।
পাবজি মোবাইল যখন পিসিতে ইনস্টল করা হয়ে গেছে এখন এটা আপনার পিসির জন্য অপটিমাইজ করার পালা। কারণ পাবজি মোবাইল স্মুথলি রান করতে হবে আপনাকে।
পাবজি মোবাইল কন্ট্রোলস গেমিং বাডিতে
গেমিং বাডিতে পাবজি মোবাইল এর কন্ট্রোল অনেক সিম্পল যেটা গেমপ্লে অনেক সহজ করে দেয়।
নিচে গেমলুপে পাবজির ডিফল্ট কন্ট্রোলস উল্লেখ করা হলো যেগুলো নরমাল সেটিংসে কার্যকর হবে:
বাটন: W–A–S–D | প্লেয়ার যেকোনো দিকে মুভ করার জন্য
লেফট ক্লিক: ফায়ার এবং ঘুসি মারার জন্য
রাইট ক্লিক: এইমিং এর জন্য | লক্ষ্য নির্ধারণ করার জন্য
স্পেসবার: জাম্প এবং সুইম করার জন্য
কী-৪,৫,৬: আইটেম নিক্ষেপ করার জন্য যেমন: গ্রেনেড, স্মোক ইত্যাদি
কী-৭,৮,৯,১০: হিলিং আইটেম ইউজ করার জন্য যেমন: মেডকিট, জুস
কী-F1: কন্ট্রোল ডিসপ্লে করার জন্য
Alt: ফ্রি লুকিং এর জন্য
কী-C: ক্রাউচ করার জন্য
কী-Z: প্রোন করার জন্য
শিফট: স্প্রিন্ট করার জন্য
আপনি পছন্দ মতো কীবোর্ড ও মাউস ক্লিক এর ফাংশন চেঞ্জ করে নিজের মতো গেমটি খেলতে চাইলে আপনাকে ডিসপ্লের উপরের ডান পাশে কীবোর্ড বাটনে ক্লিক করতে হবে।
পাবজি মোবাইল গেম পারফরম্যান্স এনহান্স করুন
টেনসেন্ট গেমিং বাডিতে আপনি টুইকিং করে পাবজি মোবাইল এর পারফরম্যান্স ইমপ্রুভ করতে পারেন, যদিও এমুলেটরটি এখনও বেটা অবস্থায় আছে। সেটিংস থেকে আপনি কাস্টম রেজুলেশন সেট করতে পারবেন।
আবার, আপনি ডিসপ্লে কোয়ালিটিও চেঞ্জ করতে পারবেন স্মুথ, ব্যালান্স কিংবা এইচডি তে। তবে আপনার যদি এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে ডিফল্ট সেটিংস নিয়ে খেলা করতে যাবেন না।
পাবজি মোবাইল গেমটি একটা লো-এন্ড পিসিতেও ভালোভাবে চলে আর নরমাল স্পেক্স থাকলেই ল্যাগ ছাড়া অপারেট করা সম্ভব।
২. মিমু প্লেয়ারে পাবজি মোবাইল
পিসিতে পাবজি খেলার জন্য ভালো একটা এমুলেটর হলো মিমু প্লেয়ার। এই অ্যাপটিতে পাবেন ভালো ফিচারস যেগুলো পিসিতে গেমপ্লে (Gameplay) করা ইজি করে দিবে।
এই এমুলেটর অ্যাপটির একটা বিশেষ ফিচার হলো হাই কীবোর্ড ম্যাপিং কাস্টোমাইজেশন যেটা মোবাইল গেমিং কন্ট্রল এর জন্য ভালো।
মিমু প্লেয়ার ইন্টার গ্রেটেড এবং ডেডিকেটেড গ্রাফিক্স উভয় ক্ষেত্রে ভালো পারফর্ম করে ও পিসিতে ভার্চু়্য়ালাইজেশন এনাবল করতে পারে।
তবে এই অ্যাপটির সেরা বৈশিষ্ট্য হলো যে এই এমুলেটর ইন্টেল, এএমডি ও এনভিডিয়া পাওয়ারড পিসি বা যেকোনো পিসি এর সাথে মানানসই।
অ্যাপটিতে পাবজি কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই চলবে তবে আপনার পিসির উইন্ডোজ ভার্সন অন্তত ৮ বা তার উপর হতে হবে।
যদি মিমু প্লেয়ার ব্যাবহার করার সময় কোনো গ্রাফিক্স ইস্যুর সম্মুখীন হন তাহলে আপনি গ্রাফিক্স রেন্ডারে সুইচ করতে পারেন।
যখন আপনি মিমু প্লেয়ার ব্যাবহার করে পাবজি মোবাইল খেলবেন তখন ডিফল্ট কী ম্যাপিং অটো ম্যাটিক লোড হবে আর সেটা আপনি পরে নিজের মতো চেঞ্জ করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!