গুগলে ম্যাপস এখন লাইভ ভিউ ফিচারটি ইউজ করে আপনার লোকেশন পিনপয়েন্ট করতে পারে
byTitansCreed —0
গুগলে ম্যাপস অ্যাপে অনেক আপডেট আসে। গুগল আইও কনাফরেন্স ২০১৯ এর মধ্যে গুগল মাপসের একটা নতুন ফিচার ঘোষণা করে গুগল – 'লাইভ ভিউ' যেটা গত বছরের আগস্ট মাস থেকে রোল আউট হওয়া শুরু হয়।
এখন সেই 'লাইভ ভিউ' ফিচারটি গুগল ম্যাপসে আপনার লোকেশন পিন পোয়েন্ট করার জন্য এভেইলেবল করে দিয়েছে কোম্পানি।
9to5Google প্রথমে এই ফিচারটির আসার কথা রিপোর্ট করে। নতুন 'ক্যালি ব্রেট উইথ লাইভ ভিউ' ফিচারটি কাজে লাগিয়ে ইউজার তার লোকেশন এর নির্ভুলতা তথা অ্যাকুরেছি ইমপ্রুভ করতে পারবেন গুগল ম্যাপস অ্যাপে।
এখন পর্যন্ত ব্যাবহারকারীরা কেবল জিও ম্যাগনেটিক সেন্সর এর ওরিয়েন্টেশন ক্যালিব্রেট করতে পারতেন ৮ সংখ্যাটির মতো ফোন ঘুরিয়ে ঘুরিয়ে। যদিওবা এই প্রক্রিয়াটা ওই নির্দিষ্ট সেন্সরটির ক্ষেত্রে চেঞ্জ হবে না।
তবে গুগল ম্যাপস নতুন এই ফিচারটি কাজে লাগিয়ে এর একুরেসি বাড়াতে পারবে। নিচের জিআইএফ এর মধ্যে যে নীল রঙের ডট বা ব্লু ডটটি দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করেই ইউজার অপশনটি অ্যাকসেস করতে পারবেন।
বলা হচ্ছে সেই নীল ডট এ ক্লিক করে ম্যাপস এর মেনু ওপেন হবে যেখানে একটা নতুন অপশন থাকবে। নিচের ছবিটিতে যেমন দেখা যাচ্ছে যে মেনুর সর্বশেষ অপশনটি হলো 'ক্যালি ব্রেট উইথ লাইভ ভিউ'।
নতুন এই অপশনটিতে একবার ক্লিক করলে ফোনের ক্যামেরা ইওআই ব্যাবহার করা হবে লাইভ ভিউ এর জন্য। একবার যখন ক্যামেরা ওপেন হবে তখন শুধুমাত্র কয়েকটা সিম্পল প্যানিং করতে পারলেই ম্যাপস আপনার তৎক্ষণাৎ লোকেশন জেনে যাবে।
এবং এরপর ব্লু বিমটি একটা সলিড অ্যারো এর সাথে রিপ্লেস হয়ে যাবে।
প্যানিং হলো ক্যামেরা ডান থেকে বামে বা বাম থেকে ডানে মুভ করে একটা ক্লিয়ার ডিটেইল তৈরি করা।
নতুন 'ক্যালি ব্রেট উইথ লাইভ ভিউ' ফিচারটি এখন গুগল ম্যাপস এর লেটেস্ট স্তেবল বেটা ভার্সনে সকল এআর কোর এপিআই সাপোর্টেড ডিভাইসে রোল আউট করা শুরু করে দিয়েছে গুগল।
কিন্তু এখনও আইওএস অপারেটিং সিস্টেমে এই ফিচারটি আসেনি। তবে গুগল শীঘ্রই এই ফিচারটি আইফোন ডিভাইস গুলোতেও রোল আউট করা শুরু করে দিবে।
তাহলে আপনার ডিভাইসে নতুন এই গুগল ম্যাপস ফিচারটি এসেছে ? জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এবং চাইলে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!