তন্মধে একটা হলো অ্যাপ লকার যেটা প্রাইভেট চ্যাট গুলো নিরাপদ রাখবে এবং অন্যান্য দের মধ্যে আছে উন্নত মেসেজিং কন্ট্রোলস।
মেসেঞ্জার প্রাইভেসি অ্যান্ড সেফটির ডিরেক্টর অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জে সুলাইভান, লিখেছেন" মেসেঞ্জারের প্রাধান্য রয়েছে ইউজারদের প্রাইভেসিতে – যেখানে আপনি থাকতে পারবেন আপনার প্রিয় মানুষদের সাথে। হোক সেটা মেসেজ দিয়ে, ভিডিও চ্যাট, কল কিংবা মেসেঞ্জার রুম দিয়ে।"
১. অ্যাপ লকার
মেসেঞ্জার চ্যাট গুলোর সিকিউরিটি বাড়ানোর জন্য ফেসবুক অ্যাপ লকার নামে নতুন একটা প্রাইভেসি ভিত্তিক ইন-বিল্ট ফিচার এনেছে। এই ফিচারটা কাজ করবে ডিভাইসের নিজস্ব প্রাইভেসি অপশন অনুসারে – ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক।
মেসেঞ্জার অ্যাপটির অ্যাপ লক ফিচার এখন আপনার আইফোন বা আইপ্যাড ডিভাইসে ট্রাই করতে পারবেন।
মেসেঞ্জার অ্যাপ লক ফিচার থাকবে অ্যাপের প্রাইভেসি সেকশনে। যদি আপনি আপনার ডিভাইসে এই ফিচারটি না দেখে থাকেন তো আপনার মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিবেন। হ্যা, ফেসবুক আগামী মাসগুলোতে অ্যান্ড্রয়েড ভার্সনেও আনবে এই ফিচারটি।
২. মেসেজ কন্ট্রোলস
অন্যান্য ইমপ্রুভমেন্ট এর মধ্যে আরেকটা হবে মেসেজ কন্ট্রোলস। ফেসবুক কাজ করছে ডিরেক্ট মেসেজ মেসেঞ্জারে কিভাবে কাজ করে সেটার উপর। এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট বলেছে মেসেঞ্জার এর মেসেজিং সিস্টেম অনেকটা ইনস্টাগ্রাম এর মত করা হবে।
নতুন মেসেজ কন্ট্রোলস ইউজারদের সুযোগ দিবে এটা নির্ধারণ করতে যে কে তাদের কল বা মেসেজ করবে ডাইরেক্টলি এবং কোন মেসেজ গুলো ডিরেক্ট মেসেজ রিকুয়েস্ট এ যাবে।
ইউজাররা আরো সুযোগ পাবেন এটা টুইক করতে যে কে তাদের মেসেজ বা কল করতে পারবে না। এখন পর্যন্ত নতুন মেসেজ কন্ট্রোল ফেসবুক রোল আউট করা শুরু করেনি।
৩. ইমেজ ব্লার
আরেকটি এবং শেষ যেই ফিচারটি ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আসবে সেটা হলো ইমেজ ব্লারস। এর দ্বারা হবে কি আপনার মেসেজ রিকুয়েস্ট এ যেসকল ইমেজ পাঠানো হবে সেগুলো ব্লার করে দেওয়া হবে।
বর্তমানে ফেসবুকের টার্গেট এজ গ্রুপ এবং অন্যান্য মিস ইউজ এর জন্য অনেক সময়ই অশ্লীলতা আর ভায়োলেন্সি বেড়ে গেছে। তাই এই নতুন ফিচারটি থাকায় এই দুই রকম জিনিষ থেকেই অন্তত মেসেজ রিকুয়েস্ট এ রক্ষা পাওয়া যাবে।
ইমেজ ব্লার ফিচারটিও এখন পর্যন্ত ফেসবুক রোল আউট করা শুরু করে নি। কিন্তু তারা বলেছে শীঘ্রই তারা এটা পরীক্ষামূকভাবে বের করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!