স্মার্টফোনের ব্যাটারি চার্জিং স্পিড এখন এক নতুন মাত্রায় যেতে চলেছে আগামী দুএক মাসের ভেতরে। কিছু সময় পূর্বে আমরা অনেক রিউমার পেয়েছিলাম যে রিয়ালমি ১২০ ওয়াট এর ফাস্ট চার্জিং আনতে চলেছে।
If you don’t like waiting to charge, the wait is almost over. 👀 #FlashForward pic.twitter.com/Uq54uJEphQ
— OPPO (@oppo) July 13, 2020
ওয়েল, রিয়ালমিকে পিছে ফেলে অপো আজ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দিয়ে জানিয়ে দিয়েছে ১৫ জুলাই তারা উন্মোচন করবে স্মার্টফোন ব্যাটারি চার্জিং এর দ্রুততম স্পিড – ১২৫ ওয়াট এর ফাস্ট চার্জিং।
If you don’t like waiting to charge, the wait is almost over. 👀 #FlashForward pic.twitter.com/Uq54uJEphQ
— OPPO (@oppo) July 13, 2020জুলাই ১৫ তারিখ হচ্ছে বুধবার আর সেদিনই দেখা যাবে অপো এর সুপার ফাস্ট ১২৫ ওয়াট চার্জিং এর লঞ্চ ইভেন্ট।
এই বিষয়ে যদিও কোনো বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমাদের হাতে নেই তবে রিয়ালমি এর ১২০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি বলা হচ্ছে ৪০০০ মিলি এম্প আওয়ার ব্যাটারিকে মাত্র ৩ মিনিটে ৩৩% চার্জ করে দিবে।
আর যেহেতু অপো আর রিয়ালমি এর মাঝে একটা সম্পর্ক আছে এবং তারা সুপার ফাস্ট চার্জিং এর জন্য একই টেকনোলজি ইউজ করবে তাই অপোর ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং এও সিমিলার চার্জিং স্পিড দেখা যাবে অথবা অপো কিঞ্চিৎ বেশি স্পিডে চার্জ করবে।
তবে স্মার্টফোন ব্যাটারির দ্রুততম চার্জিং স্পিড এর উপর শুধুমাত্র অপো বা রিয়ালমি কাজ করছে না।
গত বছর শাওমি তাদের ১০০ ওয়াট এর 'সুপার টার্বো চার্জিং' এর এক ঝলক সবাইকে দেখায় যেটা ৪০০০ মিলি এম্প আওয়ার এর ব্যাটারিকে মাত্র ১৭ মিনিটে ফুল চার্জ করতে পারে। তবে সেই টেকনোলজি শাওমি তাদের কোনো বানিজ্যিক ফোনে প্রদান করেনি।
তবে শাওমি রিপোর্ট অনুযায়ী তাদের সেই সুপার ফাস্ট চার্জিং আরো ফাস্ট করার উপর কাজ করছে। খুব সম্ভত কোম্পানিটি ১২০ ওয়াট এর চার্জার নিয়ে কাজ করছে যেটা ধরা পড়ে চীনের ৩সি সার্টিফিকেশনে।
অনলাইন রিউমার ইঙ্গিত করছে আসন্ন মি মিক্স ৪ স্মার্টফোনে থাকতে পারে এই ১০০+ চার্জিং টেকনোলজি।
যদি বলি এখনকার সময়ের হিসেবে তাহলে অপোই প্রোডাকশন স্মার্টফোন সবচেয়ে দ্রুত চার্জিং স্পিড প্রদান করেছে। এবং সেই খেতাব হলো অপো রেনো এস স্মার্টফোনটির। অপো রেনো এস ফোনটিতে ছিল ৬৫ ওয়াট সুপার ভুক চার্জিং যেটা গত বছর অপো বের করে।
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!