১৩টি অসাধারণ ক্রোম ফ্ল্যাগ অ্যান্ড্রয়েড এর জন্য [২০২০]
byTitansCreed —1
যারা অ্যান্ড্রয়েড ব্যাবহার করেন তারা সবাই হয়তো নিজের ফোনের ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যাবহার করছেন। এর কারণ এটি সকল স্মার্টফোনে প্রি-ইনস্টল করা থাকে এবং তার পাশাপশি এটি অনেক জনপ্রিয়।
যদিও ব্রাউজারটি প্রতিনিয়ত নতুন সব ফিচারস আর পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট নিয়ে আপডেট হচ্ছে তবে যারা ব্রাউজারটির থেকে আরো বেশি ফিচারস চান আর পারফরম্যান্স এবং ইউআই টুইক করতে চান তারা ক্রোম ফ্ল্যাগ (Chrome Flag) গুলো ব্যাবহার করতে পারেন।
এই আর্টিকেলে আমরা সংকলন করেছি ১২টি সেরা ক্রোম ফ্ল্যাগ যেগুলো আপনার ক্রোম ব্রাউজার ব্যবহার করার অভিজ্ঞতা অনেকাংশে বাড়িয়ে দেবে।
ক্রোম ফ্ল্যাগ কি ?
সেরা ক্রোম ফ্ল্যাগ এর কথা বলার আগে চলুন জেনে নিই ক্রোম ফ্ল্যাগ (Chrome Flag) আসলে কি জিনিষ এবং আপনি কিভাবে এগুলো আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল ও রিমুভ করতে পারবেন। সহজে বললে, ক্রোম ফ্ল্যাগ হলো মূলত পরীক্ষামূলক ফিচারস যেগুলো ক্রোম এর মধ্যে আলাদা করে লাগানো যাবে কিন্তু এগুলো সাধারণভাবে ক্রোম ব্রাউজার এর সেটিংস এ থাকে না।
এই ফ্ল্যাগগুলো আপনার ক্রোম ব্রাউজার এর পারফরম্যান্স কিংবা ইউআই টুইক করে আপনার ক্রোম ব্যাবহার করা আলাদা মাত্রায় স্থানান্তর করবে।
কিভাবে ক্রোম ফ্ল্যাগ অ্যাকসেস করবেন ?
ক্রোম ফ্ল্যাগ অ্যাকসেস করতে হলে আপনাকে ক্রোম সার্চবক্সে গিয়ে লিখতে হবে "chrome://flags" এবং তারপর এন্টার বা গো বাটনে প্রেস করতে হবে। ফ্ল্যাগ পেজটি একবার লোড হওয়ার পর আপনি সেখানে ক্রোম যে ফ্লাগগুলো সাপোর্ট করে সেগুলো দেখতে পাবেন। তার পাশাপশি ফ্ল্যাগ গুলো কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে আর কি কাজ করে সেটাও দেখতে পাবেন।
আপনি যেই ফ্ল্যাগ টি অনুসন্ধান করছেন সেটা পাওয়ার জন্য সার্চ বক্সে ফ্ল্যাগ টির নাম লিখবেন অথবা ফ্লাগটির নাম এই ইউআরএল– [chrome://flags/#ফ্ল্যাগ-এর-নাম] এর মধ্যে লিখবেন। কোনো ফ্ল্যাগ এনাবল করতে হলে ফ্ল্যাগটির নামের পাশের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এনাবল আর ফ্লাগটি ডিসেবল করতে হলে ড্রপ ডাউন থেকে ডিসেবল এ ক্লিক করবেন। অথবা আপনি চাইলে সেটা ডিফল্ট এও রাখতে পারবেন।
তবে মনে রাখবেন কোনো ফ্ল্যাগ এনাবল বা ডিসেবল করার পর আপনাকে ক্রোম ব্রাউজারটি রিস্টার্ট করতে হবে।
কিন্তু এই ফ্ল্যাগ গুলো ট্রাই করার পূর্বে জেনে রাখুন যে যেহেতু এগুলো পরীক্ষামূলক ভাবে নির্মিত ফিচারস তাই এতে বাঘ ভাল্লুক থাকতে পারে এমনকি কিছু ফ্ল্যাগ এনাবল করার পর আপনার প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ে সমস্যা হতে পারে। ফলে আপনার ব্রাউজার আরো উন্নত করা তো হবেই না উল্টো আরো সমস্যা দেখা দিবে।
তাই আপনার যাতে এরকম কোনো সমস্যা না হয় তাই আমরা আপনার জন্য বাছাই করেছি সেরা ক্রোম ফ্ল্যাগ গুলো যেগুলোতে কোনো সমস্যাই আপনি পাবেন না।
সেরা ক্রোম ফ্ল্যাগ [২০২০]
বিঃদ্রঃ আজকের এই টিপস এন্ড ট্রিকস এর আর্টিকেলটা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা এর উপর ভিত্তি করে বানানো। এবং এই ফ্ল্যাগ গুলো আপনার প্রাইভেসি বা সিকিউরিটি নিয়ে কোনো সংকোচ তো করবেই না বরং আপনার ক্রোম ব্রাউজার ব্যাবহার করার অভিজ্ঞতা আরো ভালো করে দিবে। alert-info
1. Enable Reading Mode
এই ফ্ল্যাগটির নাম শুনেই আন্দাজ করতে পারছেন যে এখানে কোনো আর্টিকেল বা স্টোরি পড়া নিয়ে কাজ হবে। এবং আসলেই কিন্তু তাই। আমাদের যখন কোনো আর্টিকেল পড়তে হয় তখন অনেক কিছুই থাকে আর্টিকেলটাতে যেটা আমাদের কোনো কাজে দেয় না বরং মূল লেখা থেকে আমাদের মনোযোগ সরিয়ে নেয়।
রিডিং মোড ফ্ল্যাগটি ব্যাবহার করা হলে কেবল আর্টিকেলের টেক্সট এর উপর ফোকাস করা হবে। ফলে আপনি বিনাদ্বিধায় আর্টিকেলটা পড়তে পারবেন।
ফ্ল্যাগ: #enable-reader-mode
2. Chrome Duet
এখনকার ফোন গুলোতে যে কত বড় ডিসপ্লে থাকছে সেটা আপনারা সবাই জানেন। যারা বড়ো ডিসপ্লে সম্পন্ন ফোন গুলো ব্যাবহার করছেন তারা জানেন এত বড় ফোনে ডিসপ্লে এর উপরের অংশ টাচ করা কতটা কষ্টকর।
আপনার যদি ক্রোম ব্যাবহার করার সময় উপরের অ্যাড্রেসবার এবং ট্যাবগুলো স্ক্রিন এর নিচের দিকে আনার দরকার হয় তাহলে আপনি এই ফ্ল্যাগটি ব্যাবহার করতে পারেন। ফ্ল্যাগটি একবার এনাবল করার পর ক্রোম এর সকল ইন্টারেক্টিভ বাটন আর ট্যাবগুলো স্ক্রিনের নিচের দিকে দেখাবে।
ফ্ল্যাগ: #enable-chrome-duet
3. Smooth Scrolling
আপনার অবশ্যই বড়ো বড়ো আর্টিকেল পড়া লাগে। আবার আপনি হয়তো অনেক বড়ো বড়ো ফোরামও পরে থাকেন। এক্ষেত্রে আপনি খুব সম্ভবত লেখাটিতে স্ক্রল করার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখেছেন। তবে হাই-এন্ড ফোন গুলোতে এরকম ল্যাগ না দেখা গেলেও লো থেকে মিডরেঞ্জ বাজেটের ফোনে এরকম ল্যাগ প্রায়ই দেখা যায়।
তবে যদিও বেশির ভাগ ব্রাউজারে এরকম অপটিমাইজেশন আগে থেকেই থাকে, ক্রোম ব্রাউজারে এইটা নিজে থেকে করে নিলে আরো ভালো হয়। ফ্ল্যাগটি একবার এনাবল করার পর আপনি আর্টিকেল স্ক্রল করার সময় কোনো ফ্রেম ড্রপ দেখবেন না।
ফ্ল্যাগ: #Smoothscrolling
4. Copy Images
যারা উইন্ডোজ ব্যাবহার করেন তারা জানেন যে যখন আপনারা কোনো ওয়েবসাইট ভিজিট করেন এবং তারপর কার্সরটি, ওপেন করা সাইটটির কোনো ইমেজ এর উপর নিয়ে মাউসে রাইট ক্লিক করলে কপি ইমেজ (Copy Image) নামে একটি অপশন শো করে।
আপনারা সবাই জেনে অবশ্যই খুশি হবেন যে এই একই ফিচারটি আপনি ক্রোম ব্রাউজার অ্যান্ড্রয়েডেও এনাবল করতে পারবেন। এর জন্য একটা ফ্ল্যাগ এনাবল করতে হবে আর তারপর যখন কোনো ছবিতে লং প্রেস করবেন তারপর সেই ইমেজটি আপনি কপি করতে পারবেন।
ফ্ল্যাগ: #context-menu-copy-image
5. Force Dark Mode For Web Contents
ডার্ক মোড সম্পর্কে আপনারা সবাই জানেন। এটি এমন এক ফিচার যার দ্বারা আপনার স্ক্রিন এর মধ্যে ওপেন করা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড এর কালার কালো এবং ফন্ট এর কালার সাদা করে দেওয়া হয়। ফলে আপনার চোখের উপর কম চাপ পড়ে এবং তার পাশাপাশি অ্যামোলেড স্ক্রিনওয়ালা ফোনগুলোতে ব্যাটারিও সেভ হয়।
বিগত বছর গুলোতে বেশিরভাগ কোম্পানিগুলো তাদের অ্যাপ, ফোন, ল্যাপটপ, অপারেটিং সিস্টেম বা অন্য কোনো সার্ভিসে এই ডার্ক মোড ব্যাবহার করে আসছে। চাইলে আপনি সকল ওয়েবপেজ গুলোতে ডার্ক মোড না থাকলেও সেটা জোর করে লাগিয়ে নিতে পারেন ডার্ক মোড ফ্ল্যাগটি ব্যাবহার করে।
ফ্ল্যাগ: #enable-force-dark
6. Sharing Hub
আমাদের প্রায়শই ক্রোম ব্যাবহার করার সময় কোনো কিছু শেয়ার করা লাগে। আপনি জেনে খুশি হবেন যে ক্রোম ব্রাউজার এর জন্য গুগল একটা উন্নত শেয়ার উইন্ডোর ডেভেলপ করছে। শেয়ার ফ্ল্যাগটি এনাবল করার পর আপনি একটা নতুন শেয়ার ইউআই পাবেন যখনই আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন যে নতুন শেয়ার উইন্ডোতে ৩টি অপশন আছে– "QR Code" "Send to your devices" এবং "Copy Link"।
এই তিনটি অপশন এর মধ্যে "QR Code" টি এখন কাজ করে না। তবে ভবিষ্যতে আপনি এই অপশন টি দিয়ে কারো কাছে লিংক "QR Code" আকারে পাঠাতে পারবেন। বাকি দুইটা অপশন সমন্ধে আপনারা জানেন।
ফ্ল্যাগ: #chrome-sharing-hub
আপনি চাইলে এই শেয়ার উইন্ডো তে আরেকটি হ্যান্ডি ফিচার লাগাতে পারেন সেটা হলো স্ক্রিনশট বাটন। ফলে আপনি একই সময় চাইলে কোনো ওয়েব পেজের স্ক্রিনশটও নিতে পারবেন।
ফ্ল্যাগ: #chrome-share-screenshot
7. Parrarel Downloading
আপনি কি কখনো ক্রোম ব্রাউজার ব্যাবহার করে কোনো কিছু ডাউনলোড করেছেন ? করে থাকলে আপনি বোধ হয় জানেন যে ক্রোম দিয়ে ডাউনলোড করলে অনেক সময় আপনার ডাউনলোড স্পিড ফালতু হয় আর তাই আপনি কিছুই দ্রুত ডাউনলোড করতে পারেন না। কি ঝামেলা !
আবার অনেক সময় এমন হয় যে কোনো কিছু ডাউনলোড করছেন অনেক বড়ো সাইজের ১ বা ২ জিবি বা তারও বেশি এমন সময় ফাইল টি ৯০% বা তারও বেশি ডাউনলোড হলো আর কোনো কারণবশত সেটা বন্ধ হয়ে গেলো। মানে ডাউনলোড ফড়বিডেন (Download Forbidden) হয়ে গেছে।
এই জিনিষ টা যে কতটা বিরক্তিকর সেটা যাদের অভিজ্ঞতা আছে তারা ভালো জানেন। তবে এই সমস্যাটার একটা ফিক্স আছে। প্যারারেল ডাউনলোডিং ফ্ল্যাগ টি ব্যাবহার করলে আপনার ডাউনলোড স্পিডও বাড়বে পাশাপশি আপনার সময়ও বাঁচবে।
কারণ এই ফ্ল্যাগ টি এনাবল করার পর ক্রোম কোনো বড়ো ফাইল কে অনেকগুলো অংশে ভাগ করে এবং তারপর সবগুলো একসাথে ডাউনলোড করে।
ফ্ল্যাগ: #enable-parallel-downloading
8. Preview Pages
অনেক সময় এমন হয় যে কোনো লিংক এর মধ্যে কি আছে সেটা আমাদের ক্লিক করে সেই সাইটে গিয়ে তারপর দেখতে ইচ্ছা করে না। যদি আপনারও এমন টা লাগে তবে তার সমাধান এর জন্য একটি ফ্ল্যাগ আছে। এই ফিচারটি ক্রোম এ পূর্বেও ছিল তবে তখন এটার নাম ছিল "SneakPeak" আর এখন এর নাম হলো "Preview Pages"।
এই ফ্ল্যাগটি একবার এনাবল করার পর আপনি যখন কোনো লিংকে লংপ্রেস (Long Press) করবেন তখন সেখানে যেই উইন্ডো আগে আসতো সেখানে একটা নতুন অপশন থাকবে প্রিভিউ পেজ নামে। সেটাতে ক্লিক করলে আপনি পেজটি না খুলেই সেটা দেখতে পারবেন। তবে আপনি কোনো কিছু কপি বা লংপ্রেস করতে পারবেন না।
ফ্ল্যাগ: #enable-ephemeral-tab
9. Secure DNS lookups
নামটি শুনেই আন্দাজ করতে পারছেন যে এই ফ্ল্যাগটির সাথে সিকিউরিটির কোনো না কোনো সম্পর্ক আছে। আপনি ঠিকই বুঝতে পেরেছেন। এই ফ্ল্যাগ টি আপনার সিকিউরিটি অবশ্যই বাড়াবে। ইউজারদের প্রাইভেসি আর সিকিউরিটি আরো উন্নত আর শক্তিশালী করার জন্য মজিলা সম্প্রতি তাদের ব্রাউজার এর মধ্যে ডিএনএস ওভার এইচটিটিপিএস (DNS Over Https/DOH) অ্যাডপ্ট করেছে।
আপনি চাইলে ক্রোম ব্রাউজার এর মধ্যেও এরকম একটা ফিচার ব্যাবহার করতে পারেন তবে যেহেতু এটা এখনও সামগ্রিকভাবে বের হয়নি তাই আপনাকে এবারও ফ্ল্যাগ ব্যাবহার করতে হবে।
ফ্ল্যাগ টি এনাবল করার পর আপনি যেই সাইট খুলেন না কেন সেখানে তারা যে DNS Query জানতে চায় সেটা https এর উপর এনক্রিপ্ট করা হবে ফলে আপনার সিকিউরিটি একধাপ বেড়ে যাবে।
সহজ শব্দে এটা আপনার একাউন্ট হ্যাক বা চুরি হওয়া থেকে বাঁচাবে।
ফ্ল্যাগ: #dns-over-https
10. Password Leak Protection
ক্রোম ব্রাউজারের সেরা ফ্ল্যাগ গুলোর মধ্যে এই ফ্ল্যাগটি অন্যতম। আমরা কেউ চাই না আমরা হ্যাক হই ? আপনি চান নাকি ? অবশ্যই না। আমাদের ঘরবাড়ি সুরক্ষিত করার জন্য যেমন তালা লাগে আর সেই তালার চাবি অসাধু কারো হাতে পড়লে কিরকম অনিষ্ট হবে সবাই জানেন, বুঝেন।
বাসাবাড়ির মতো আমাদের একাউন্ট এর পাসওয়ার্ড আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ একবার কেউ এইটা জানতে পারলে আর সে যদি খারাপ হয় তাহলে অনেক ক্ষতি করবে। তাই আমাদের পাসওয়ার্ড এর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এই ক্রোম ফ্ল্যাগটি ব্যাবহার করার ফলে আপনার কোনো পাসওয়ার্ড কি কারো কাছে ফাঁস হয়েছে কিনা সেটা ক্রোম আপ আপনাকে জানিয়ে দেবে। আবার আপনার পাসওয়ার্ড যদি কোথাও এক্সপোজ হয়ে যায় সেটাও বলবে। আমি বলি অন্য কোনো ফ্ল্যাগ এনাবল না করলেও এই ফ্ল্যাগটি অবশ্যই এনবালে করবেন।
মনে রাখবেন, যেই একাউন্টের পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা সেটা নিয়ে সতর্ক হতে চান সেই একাউন্টে আপনাকে ক্রোম ব্যাবহার করে লগ-ইন করতে হবে।
ফ্ল্যাগ: #
11. Omnibox Tab Switch Suggestion
এই ফ্ল্যাগটি এনাবল করার পর ক্রোম এর অ্যাড্রেসবক্স বা অমনিবক্স (Omnibox) এ আপনি যখন কোনো ট্যাব খুঁজবেন আর সেই ট্যাবটি যদি ওপেন করা থাকে তাহলে সেই ট্যাবটি রেজাল্টে এসে পড়বে আর তার পাশাপাশি সেই ট্যাবটি ওপেন করার জন্য ট্যাবটির পাশে একটি সুইচ বাটন থাকবে।
আর আপনি ঐ বাটনে ক্লিক করে ট্যাবটি খুলতে পারবেন।
ফ্ল্যাগ: #omnibox-tab-switch-suggestion
12. Tab Groups
আরেকটি ফ্ল্যাগ যেটা আপনার ক্রোম এর ট্যাব ম্যানেজমেন্ট আরো সহজ করে দিবে। বুঝতেই পারছেন যে এই ফ্ল্যাগটি আপনাকে ট্যাব এর গ্রুপ বানাতে সাহায্য করবে। আপনি ট্যাব গ্রুপ বানাতে পারবেন আর তারপর সেইখানে একাধিক ট্যাব অ্যাড করতে পারবেন। এই ফিচারটি বিশেষভাবে তখন কাজে দিবে যখন আপনি ১০টির উপর ট্যাব খুলবেন।
ফ্ল্যাগটি ইউজ করার জন্য প্রথমে আপনাকে একটা গ্রুপ তৈরি করতে হবে, সেটার নাম দিতে হবে, কালার নির্ধারণ করতে হবে এবং গ্রুপ সম্পর্কিত ট্যাবগুলো সেখানে অ্যাড করতে হবে। কাজটি একবার শেষ হয়ে যাওয়ার পর আপনার ট্যাব গুলো গ্রুপ করা থাকবে ভিন্ন ভিন্ন কালারে। তাছাড়া আপনি ট্যাব গুলো মুভ করতে পারবেন আর ইচ্ছা অনুসারে সম্পাদন করতে পারবেন।
ফ্ল্যাগ: #tab-groups
13. Autofill UPI Details
এই সময়ে সবাই অনলাইন ভিত্তিক পেইমেন্ট সার্ভিস গুলো ব্যাবহার করছেন। বাংলাদেশে অনেক গুলো পেইমেন্ট অ্যাপ তুমুল জনপ্রিয়তা লাভ করেছে যেমন: বিকাশ, নগদ ইত্যাদি। আর আপনারা যারা অনলাইনে পে করেন তাদের কাজ সহজ করার জন্য ক্রোম এখন আপনার পেইমেন্ট ডিটেইলস সেভ করে রাখবে যাতে পরবর্তীতে আপনি সেগুলো অটোফিল করতে পারেন।
ফ্ল্যাগটি একবার এনাবল করার পর ক্রোম আপনার পেইমেন্ট ডিটেইলস সেভ করে রাখবে।
ফ্ল্যাগ: #enable-autofill-upi-vpa
মতামত
আশা করছি আপনাদের সবার আজকের এই আর্টিকেল অনেক ভালো লেগেছে। এই ফ্ল্যাগগুলো এনাবল করে আপনি ক্রোম এর একটা আলাদা অভিজ্ঞতা পাবেন। আপনার ব্রাউজিং একটা নতুন মাত্রায় পৌঁছে যাবে। তাই আপনি অবশ্যই এই ফ্ল্যাগ গুলো এনাবল করবেন।
আর্টিকেলটা শেয়ার করে দিন আপনার বন্ধু আর পরিবারের কাছে। সবারই যাতে ক্রোম ব্যাবহার করার অভিজ্ঞতা নতুন মাত্রায় পৌঁছায় সেটাই আমাদের লক্ষ্য। আর কোনো ফ্ল্যাগ এনাবল না করলেও পাসওয়ার্ড লিক প্রটেকশন (Password Leak Protection) ফ্ল্যাগটি এনাবল করবেন।
সবাই ভালো আর সুস্থ থাকবেন আর নিজের আর পরিবারের সবার খেঁয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।
thank you very much for sharing such information
উত্তর দিনমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!