চলতি বছরে অসাধারণ এবং অস্থির স্মার্টফোন হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা। ফোনটির বিষয়ে সম্প্রতি নতুন তথ্য ফাঁস করেছে সেরা লিক প্রতিষ্ঠান আইস ইউনিভার্স (Ice Universe)।
তারা স্যামসাং গ্যালাক্সি নোট ২০ সিরিজ এর ফোনগুলোর গোপন তথ্য ফাঁস করেছে এবং সেই ফাঁস করা ছবি, ভিডিও দেখে মনে হচ্ছে এবছর স্যামসাং ফ্ল্যাগশিপ মার্কেটে কঠিন প্রতিযোগিতা দিতে চলেছে।
আজকে আমরা যা নিয়ে বিস্তারিত কথা বলবো:
- আইস ইউনিভার্স স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রার স্পেকস ফাঁস করেছে, তার সাথে আছে ছবি ও ভিডিও।
- ফোনটির মূল ফিচারস হিসেবে থাকবে: Snapdragon 855+, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সংবলিত Quad HD+ LTPO টেকনোলজির ডিসপ্লে।
- স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা গ্যালাক্সি নোট ১০ প্লাস থেকে চিকন এবং এর পাঞ্চ হোল আরো বেশি ছোট হওয়ার সাথে থাকবে নতুন S-Pen ফিচারস।
আমাদের নোট ২০ আল্ট্রা সমন্ধে এত বেশি নিখুঁত তথ্য দিয়েছে বিশ্বাসযোগ্য লিকার আইস ইউনিভার্স উরফে বিড়াল। তারা পূর্বেও আমাদের নোট ২০ সিরিজ এর ডিভাইসগুলো নিয়ে তথ্য দিয়েছে।
তবে এবার মনে হচ্ছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা নোট ২০ আল্ট্রার একটা বাস্তব চিত্র পেয়ে গিয়েছি। নোট ২০ সিরিজ এর বিস্তারিত কথা হবে আজকে। চলুন শুরু করি।
আরো পড়ুন:
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রার ফাঁসকৃত স্পেক্স
পূর্বে আমরা নোট ২০ সমন্ধে যত ফাঁসকৃত তথ্য পেয়েছি সেগুলো আমাদের নিরাশ করেছে। কারণ অনেক সোর্স বলেছে যে, স্ট্যান্ডার্ড নোট ২০ ফোনটিতে খুব বেশি অস্থির স্পেসিফিকেশন থাকবে না।
কিন্তু যেহেতু নোট ২০ আল্ট্রাকে গত বছরের নোট ১০ প্লাস এর সাথে তুলনা করা হচ্ছে আমরা আশা করছি স্ট্যান্ডার্ড নোট ১০ এও অনেক ভালো কিছু ফিচারস থাকবে।
Galaxy Note20 Ultra:
Evolution version Note10+
Snapdragon 865+
QHD+120Hz can be turned on at the same time
LTPO display
New camera function
New SPen and features pic.twitter.com/t6GN5UwZnC
— Ice universe (@UniverseIce) June 19, 2020
স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাস ফোনটির একটি মুখ্য ফিচার ছিল এর S Pen, যেটা কিনা গত বছর নিয়ে আসে এয়ার জেসচার (Air Gestures) ফাংশন। ফলে আপনি S Pen ব্যাবহার করেই ছবি তুলতে পারতেন কিংবা কোনো অ্যাপ ওপেন করতে পারতেন।
Galaxy Note20 Ultra:
Evolution version Note10+
Snapdragon 865+
QHD+120Hz can be turned on at the same time
LTPO display
New camera function
New SPen and features pic.twitter.com/t6GN5UwZnC
— Ice universe (@UniverseIce) June 19, 2020Evolution version Note10+
Snapdragon 865+
QHD+120Hz can be turned on at the same time
LTPO display
New camera function
New SPen and features pic.twitter.com/t6GN5UwZnC
আশা করা যায় এবারও স্যামসাং তাদের নোট ২০ আল্ট্রা স্মার্টফোনটিতে S Pen এর সুবিধার উপর কাজ করবে। যার ফলে ইউজাররা আরো ভালো নোট এক্সপেরিয়েন্স পাবেন। তাই স্যামসাং স্টাইলাসটা নিয়ে কিছুতো অবশ্যই করবে।
আইস ইউনিভার্স এর তথ্য মতে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফোনটিতে থাকবে Snapdragon 865+ প্রসেসরটি। বেশিরভাগ হাই-এন্ড ফোনে Snapdragon 865 ফ্ল্যাগশিপ প্রসেসরটি আছে ।
কেউ আশা করেনি এবছরও কোয়ালকম এই চিপটির প্লাস ভার্সন বের করবে।
তবে আইস ইউনিভার্স বলেছে যে প্লাস ভার্সন থাকবে। তাই দেখা যাক কি হয়। কিন্তু আমার মতে ইন্ডিয়ান আর ইউরোপীয়ান মার্কেটে স্যামসাং নোট ২০ আলট্রার এক্সিনোস ভার্সন বিক্রি করবে। কারণ এরকমই আমরা হতে দেখেছি।
![]() |
Image Credit: Ice Universe |
নোট ২০ আল্ট্রার ডিসপ্লে নিয়েও কথা বলেছে আইস ইউনিভার্স। তাদের মতে স্যামসাং এর লেটেস্ট নোট সিরিজ এর ফোন এবছরের এস২০ আল্ট্রা স্মার্টফোনটি কেও হার মানাবে।
কেননা এটি একত্রে ১২০ হার্টজ ও QuadHD+ রেজোলিউশনে চলতে পারবে। এস২০ আল্ট্রা ফোনটি সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেটে ডিসপ্লে অপারেট করতে পারলেও সেটা ১০৮০ × ২৩৪০ রেজোলিউশনে সীমাবদ্ধ ছিল।
According to the current data, Note20 Ultra compares to Note10+:— Ice universe (@UniverseIce) June 19, 2020
The bezel on both sides are narrowed by 0.29mm.
The forehead and chin together narrowed a total of 0.4mm.
The hole diameter is reduced by 1mm.
The thickness of the fuselage is reduced by 0.3mm. pic.twitter.com/fiQPXyis8c
প্রশ্ন হলো স্যামসাং এটা কিভাবে করবে ? সূত্র বলছে, তারা এবার ডিসপ্লে টেক হিসেবে ব্যাবহার করবেন নতুন LTPO ডিসপ্লে টাইপ, যেটা কিনা উল্লেখযোগ্যভাবে পাওয়ার এফিসিয়েন্ট এবং ১-১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট চেঞ্জ করতে পারে।
যেহেতু ১২০ হার্টজ ডিসপ্লে পাওয়ার কন্সাম্পশন এর জন্য কুখ্যাত তাই স্যামসাং এই জাগায় বাজিমাত করতে পারে অ্যাপেলকে টেক্কা দিয়ে।
ক্যামেরার কথা বললে এখানে কিছু আপগ্রেড থাকবে। নোট ২০ আল্ট্রার রিয়ার ক্যামেরাতে থাকবে একটা লেসার ডেপথ সেন্সর যেটা ছবির অবজেক্টের উপর ফোকাস করতে সাহায্য করবে।
আশা করছি এটা ১০৮ মেগাপিক্সেল এর সেন্সরটিকে ফোকাসিং করতে সাহায্য করবে। কেননা এস২০ আল্ট্রার ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যাম এর ফোকাস ইস্যুর জন্য অনেক সমস্যায় পড়েছে।
আইস ইউনিভার্স আমাদের কে আরো তথ্য দিয়েছে নোট ২০ আল্ট্রা কে নোট ১০ প্লাস এর সাথে তুলনা করে। নোট ২০ এর বেজেল আগের থেকে ছোট, পাঞ্চ হোল ক্যামেরাটি এখন আরো স্মল হয়ে গিয়েছে।
তাছাড়া ফোনটির বডি ডেপথও কমেছে। নোট ২০ আল্ট্রার সাইড বেজেল এখন ০.২৯ মিলিমিটার পর্যন্ত সংকুচিত, ফরহেড ও চিন ০.৪ মিলিমিটার অবধি সংকীর্ণ, পাঞ্চ হলটির ব্যাস ১ মিলিমিটার পর্যন্ত কমেছে।
![]() |
Image Credit: Ice Universe |
একটি মন্তব্য পোস্ট করুন
আমরা স্প্যাম ঘৃণা করি!